স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পোনা মাছ অবমুক্তকরণে মৎস্য কর্মকর্তা দুর্নীতির আশ্রয় নেয়ায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি বয়কট করেছেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। এ ব্যাপারে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাস ও বিষয়টির সত্যতা জানার জন্য উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের যোগাযোগ করা হলে তিনি দৈনিক হবিগঞ্জের মুখকে জানান, বাহুবল উপজেলায় পোনা অবমুক্ত করার জন্য ১ লাখ টাকা বরাদ্দ আসে। ওই ১ লাখ টাকায় ৩৩৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা যায়। বরাদ্দ পাওয়ার পরই উপজেলা মৎস্য কর্মকর্তা নামমাত্র পোনা মাছ অবমুক্ত করার পরিকল্পনা গ্রহন করেন। এ বিষয়টি তিনি বিভিন্ন জনের কাছ থেকে জানতে পারেন। মৎস্য কর্মকর্তাকে সতর্ক করার জন্য বৃহস্পতিবারের উপজেলা মাসিক উন্নয়ন সভায় আলোচনা করেন তিনি। গতকাল সকালে পোনা অবমুক্ত করণের পূর্বেই তিনি জানতে পারেন উপজেলা মৎস্য কর্মকর্তা বরাদ্দে যে পরিমাণ পোনা মাছ অবমুক্ত করার কথা তার চেয়ে কম পোনা মাছ এনেছেন। উপজেলা মৎস্য কর্মকর্তার দুর্নীতির বিষয়টি আঁচ করতে পেরে তিনি পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠান বয়কট করেন। উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান জানান, সংসদ সদস্যকে সাথে নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা দীননাথ সরকারি মডেল স্কুলে ৫ কেজি, হামিদনগর মাদ্রাসায় ৫ কেজি ও করাঙ্গী নদীতে ৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা কালাপুর আশ্রায়ন কেন্দ্রের পুকুরে ৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করতে গেলে সেখানে থাকা উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধিদের সন্দেহ হয়। পরে উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি পোনা মাছগুলো ওজন করে ১৫ কেজি দেখতে পান। কালাপুর আশ্রয়ন কেন্দ্রের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার সময় উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি ছাড়া অন্য কোন সরকারি কর্মকর্তা ছিলেন না। ৩টি স্থানে সংসদ সদস্য মাছের পোনা অবমুক্ত করে অন্য কোথায় যাননি। এ সুযোগে উপজেলা মৎস্য কর্মকর্তা সারা উপজেলায় ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়াও গুঙ্গিয়াজুড়ি হাওরে মাছের পোনা অবমুক্ত করার কথা থাকলেও উপজেলা মৎস্য কর্মকর্তা হাওরে মাছের পোনা অবমুক্ত করেননি। উপজেলা চেয়ারম্যান বলেন- দুর্নীতির আশ্রয় নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ৩০৪ কেজি পোনা মাছের টাকা আত্মসাত করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বললেন মৎস্য কর্মকর্তা ৩০৪ কেজি পোনা মাছের টাকা আত্মসাত করেছেন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com