নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলা কর্তৃক ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলা সভাপতি মুহিতুর রহমান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান আরাফাত চৌধুরী আজাদ এবং সিনিয়র সহ-সভাপতি ওহী দেওয়ান চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, সহ-সভাপতি সমর দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসেস রেজিয়া রহমান, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আহমেদ।
সভায় স্বাধীনতার পরাশক্তিদের দমনে সর্বদা সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে এমপি মিলাদ গাজী বলেন, ৭৫’র ১৫ই আগস্ট নীলনকশারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের হত্যা করে দেশটাকে বিক্রি করার পায়তারা করেছিল। এই অপশক্তিই ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে যে নারকীয় পরিবেশের সৃস্টি করেছিল তার বিচার আল্লাহপাক রাব্বুল আলামীন এই দুনিয়াতেই দেখাবেন ইনশাআল্লাহ। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পবিবারের সদস্যদের মাগফিরাত কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভা শেষে বঙ্গবন্ধুকে জানার জন্য নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি ছাত্রছাত্রীদের হাতে তোলে দেন এমপি মিলাদ গাজী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com