নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। উপজেলার মোড়াকরিতে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটি লাখাই উপজেলা শাখার সভাপতি অমিত ভট্যাচার্য, সাধারণ সম্পাদক আশীষ দাস গুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য, শারদাঞ্জলি ফোরাম লাখাই উপজেলার করাব ফুলতৈল গীতা নিকেতনের পরিচালক সিতেশ দেব ও শিক্ষক অসিম দেব, শিক্ষক নন্দলাল বসাক, রাঢ়িশাল গীতা নিকেতনের পরিচালক দীলিপ সিংহা, শিক্ষক সুজিত শীল, শিক্ষক সজল কান্তি দাস, মোড়াকরি গীতা নিকেতনের শিক্ষক পরিচালক ও ছাত্রছাত্রীসহ শত শত হিন্দু ধর্মাবলম্বী। পরে মঙ্গল শোভাযাত্রা করাব, রাঢ়িশাল, মনতৈল, ব্ল্লুা, সিংহগ্রাম প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সবার মঙ্গল কামনা করা হয়।
এছাড়া লাখাই উপজেলার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতনী সংঘ, বামৈ, মোড়াকরি সহ বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com