সম্মাননা কাজের গতিশীলতা বাড়িয়ে দেয় ॥ অশোক মাধব
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সম্মাননা কাজের গতিশীলতা বাড়িয়ে দেয়। এর মাধ্যমে জনসাধারণের সাথে জনপ্রতিনিধিদের সম্পর্ক সুদৃঢ় হয়। উদয়ন ইউনিটি শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ ও পৌর পরিষদকে সম্মাননা দিয়ে শায়েস্তাগঞ্জবাসীকে সম্মানিত করেছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে শায়েস্তাগঞ্জ দ্রুত এগিয়ে যাবে। শায়েস্তাগঞ্জ একটি ইউনিয়ন থেকে থানা, পৌরসভা তারপর আজকের উপজেলা। শায়েস্তাগঞ্জকে এগিয়ে নিতে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। গত শনিবার উদয়ন ইউনিটি শায়েস্তাগঞ্জ আয়োজিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ ও শায়েস্তাগঞ্জ পৌরপরিষদকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম ।
বক্তব্য রাখেন সম্মাননা স্মারকে ভূষিত শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুক, শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ রজব আলী, তহুরা আক্তার লাইজু, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরুজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার ও মোঃ মানিক মিয়া। সম্মাননা স্মারকে ভূষিত কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাসুক মিয়া, মোঃ জালাল উদ্দিন মোহন, মোঃ ফাহিম হোসেন, মোঃ তাহির মিয়া খান, মোঃ আলী আহাদ, মোঃ আব্বাস উদ্দিন, মহিলা কাউন্সিলর আছমা আক্তার ও আফসানা ডলি। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, মেম্বার শেখ তানভীর হোসেন সফিক, উদয়ন ইউনিটির সহ-সভাপতি আব্দুল হাসিম, আলহাজ¦ আকছুদ আলী, মোঃ মোজাম্মেল হক, মোঃ সাহিদ উদ্দিন, মোঃ ভিংরাজ মিয়া, মোঃ তানভীর হোসেন অপু, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফকরুল আলম, মাহবুবুর রহমান জয় প্রমূখ। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সানু চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রকিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুস শহীদ।