স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে ১০ কেজি গাঁজা, ২৯৩ পিস ইয়াবা ও ৯ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব। শনিবার রাত প্রায় সাড়ে ১১টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী’র (ইসলামপুর ক্যাম্প) একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলমের নেতৃত্বে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ মানিক মিয়ার বসতবাড়ির পেছনে ধান ক্ষেতের ভিতর অভিযান চালায়। অভিযানকালে পরিত্যাক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা, ২৯৩ পিস ইয়াবা ও ৯ বোতল বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব। পরে উদ্ধারকৃত মাদক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।