মোঃ মামুন চৌধুরী ॥ মাধবপুরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের গাড়িকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া প্রাইভেটকার চালক আব্দুস সামাদ আজাদকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা আড়াইটায় তাকে মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের ইয়ায় মিয়ার পুত্র। মঙ্গলবার গ্রেফতারকৃত আব্দুস সামাদ আজাদকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মাধবপুর উপজেলা রতনপুর ডাক্তার বাড়ি গেইট নামক স্থানে হাইওয়ে থানা পুলিশ ডিউটিরত অবস্থায় পুলিশের পিকআপ নিয়ে মহাসড়ক দিয়ে সিলেটমুখী আসার পথে আব্দুস সামাদ আজাদ প্রাইভেট কার নিয়ে ঢাকা যাওয়ার পথে লিংক ক্রস করে দ্রুতগতিতে পুলিশের পিকআপ ভ্যানে স্বজোরে আঘাত করে। এতে গাড়িতে থাকা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মনিরুল ইসলাম, চালক নূরুন্নবী ও কনস্টেবল মিজান আহত হন। দুর্ঘটনায় এসআই মনিরুলের বাম হাত ভেঙ্গে যায় ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর প্রাইভেট কার চালক আব্দুস সামাদ আজাদ কৌশলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে ২৩ সেপ্টেম্বর এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে আব্দুস সামাদ আজাদকে আসামি করে একটি মামলা দায়ের করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com