নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা গতকাল ৭ এপ্রিল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। বক্তব্য রাখেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ জিলু, কেন্দ্রীয় যুবলীগ নেতা গাজী মোঃ শাহেদ, ওসি তদন্ত আমিনুল ইসলাম, ব্যবসায়ী শাহ রিজভী আহমদ খালেদ, মোজাহিদ আহমদ, শামিম আহমদ, নির্মলেন্দু দাশ রানা, মুবাশ্বির আহমদ, মহিবুর রহমান আকল, আবু সালেহ প্রমূখ। সভায় ব্যবসায়ীগণ সরকারের স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা পরিচালনা করবেন বলে প্রশাসনকে নিশ্চিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com