আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ব্রীজের নিচ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে আন্দিউড়া গ্রামের সফিক চৌধুরীর ছেলে।
বুধবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় তাকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় থানা পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com