আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে গত ২৮শে মার্চ হেফাজত ইসলামের ডাকা হরতালে পিকেটিংয়ে আজমিরীগঞ্জ থানার গাড়ি ভাংচুর ও দুটি মোটর সাইকেল আগুনে পুড়ানো মামলায় রাবেক মিয়া (২৮) ও মুসা মিয়া (৩৮) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টায় জলসুখা গ্রামে নিজ বাড়ি থেকে রাবেক মিয়াকে এবং ৭ এপ্রিল বুধবার সকাল ১১টায় আজমিরীগঞ্জ সদর বাজারে মুসা মিয়ার নিজস্ব মোবাইল রিপেয়ারিং শপ বিসমিল্লাহ টেলিকম থেকে মুসা মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাবেক মিয়া জলসুখার ক্ষিতিরপুরের মৃত জসিম উদ্দিন মিয়ার পুত্র এবং মুসা মিয়া জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়ার মোস্তফা মুন্সীর ছেলে।
উল্লেখ্য, গত ২৮শে এপ্রিল সারাদেশে হেফাজত ইসলামের মোদী আগমন বিরোধী ডাকা হরতাল চলাকালে পিকেটারদের হামলায় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সহ ৭ পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ি ভাংচুর এবং দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয় পিকেটাররা। এ ঘটনায় গত ২৯ মার্চ আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে এবং ৪ শ’ জন অজ্ঞাতনামা আসামী দিয়ে আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম।