চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র সাইফুল আলম রুবেলসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৯মার্চ) সকাল ১০টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল আলম রুবেল মেয়র নির্বাচিত হন। নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরগণ হলেন- ১নং ওয়ার্ডে শামীম লস্কর, ২নং ওয়ার্ডে আব্দুল হান্নান, ৩নং ওয়ার্ডে মারুফ চৌধুরী, ৪নং ওয়ার্ডে অসীম কুমার দেব, ৫নং ওয়ার্ডে আরজু মিয়া, ৬নং ওয়ার্ডে মর্তুজ সর্দার, ৭নং ওয়ার্ডে জালাল মিয়া, ৮নং ওয়ার্ডে আব্দুল হামিদ, ৯নং ওয়ার্ডে ফরিদ তালুকদার; সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে মোছাঃ মাশকুরা বেগম পাবনা, ৪,৫,৬ নং ওয়ার্ডে ফেরদৌস বকুল ও ৭,৮,৯ নং ওয়ার্ডে সাহেনা আক্তার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com