আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচংয়ের হাওরে মঙ্গলবার ভোররাতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষক। সরেজমিনে ঘুরে দেখা যায়, শিলাবৃষ্টিতে বোরো ধানের চারাগুলো মাটিতে শুয়ে পড়ে নষ্ট হয়ে গেছে। কৃষক শেখ তকলিছুর জানান শিলাবৃষ্টিতে আমাদের হাওরে ফসল এবং ফসলের গাছের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
সিমের আইল প্রজেক্ট হাওরের কৃষক মোঃ হুমায়ুন মিয়া আক্ষেপ করে বলেন এমনিতেই করোনা ধাক্কায় আমরা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। এদিকে শিলাবৃষ্টিতে ৩২ কের জমির পুরোটাই নষ্ট হয়ে গেছে। অনেক দেনা জমে আছে আশা ছিলো জমিতে ভালো ধান হলে মানুষের দেনাগুলো পরিশোধ করে দিতে পারব, কিন্তু তা আর হলো না। এ যেনো মরার উপর খারা ঘা।
বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক বলেন, আমাদের বানিয়াচংয়ের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বোরো জমি আবাদ করা হয়েছে। জমি প্রায় ৩৪ হাজার ৭ শত ৩৫ হেক্টর এর মধ্যে ১০০ শত ১১ হেক্টর শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছে। আমাদের মাঠ কর্মীরা সব সময় কৃষকের পাশে আছে এবং এই শিলাবৃষ্টি আক্রান্ত জমি আশা করা যায় কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
শিলাবৃষ্টি ছাড়াও ঝড়ে গাছপালা, কাঁচা ঘর-বাড়ি, আমের মুকুলসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়।