নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী ১ নম্বর প্যানেল মেয়র, ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছুবহান ২ নম্বর প্যানেল মেয়র ও ১নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা আক্তার পারুল ৩ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকালে পৌরসভার মাসিক সভায় প্যানেল মেয়র নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়ে চমক দেখান পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী। জায়েদ চৌধুরী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান যুবলীগের অন্যতম নেতা। ইতিপূর্বে তিনি চরগাও ও আক্রমপুর নিয়ে গঠিত ৬নং ওয়ার্ডে ২য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। প্যানেল মেয়র-২ পদে ৩ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন। পরিষদের ১৩ জন ভোটারের মধ্যে মেয়র ছাবির আহমদ চৌধুরী ভোট প্রদান থেকে বিরত থাকেন। ১২ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে ২ এবং ৩নং প্যানেল মেয়র পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৫ ভোট পেয়ে প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়ে পরিষদে ঝড় তোলেন ২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আব্দুস ছুবহান। অপর প্রার্থী ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফজল চৌধুরী ৪ ভোট এবং ৫নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফুর রহমান মাখন ৩ ভোট পান। ৩নং প্যানেল মেয়র পদে ২ জন সংরক্ষিত কাউন্সিলর যথাক্রমে সৈয়দা নাসিমা বেগম ও ফারজানা আক্তার পারুল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২জনই সমান ভোট পান। পরে লটারীর মাধ্যমে ৩নং প্যানেল মেয়র নির্বাচিত হন ফারজানা আক্তার পারুল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com