স্টাফ রিপোর্টার ॥ ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ উপলক্ষে রবিবার বিকেলে থানা প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ অফিসারদের ব্যাচ পরিয়ে দেয়া হয়। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাক সরকার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, হবিগঞ্জ পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোদারিছ আলী টেনু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আনন্দ উদযাপনের কেক কাটেন এবং পদোন্নতিপ্রাপ্ত পুলিশ অফিসারকে ব্যাচ পরিয়ে দেয়া হয়। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যাংক কর্মকর্তা শাহ জয়নাল আবেদীন রাসেল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com