এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী বাজারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনাকালে মহাসড়কের পাশে ও রাস্তার উপর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ পার্কিং নিষিদ্ধ করা হয় এবং সিএনজি অটোরিকশাগুলোকে কোনো অবস্থাতেই মহাসড়কে না চালানোর জন্য তাগিদ দেয়া হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলার বাগানবাড়ি এলাকায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় তোফায়েল নামে এক চালক নিহত হয়। আহত হয় ৩ যাত্রী। এ ঘটনায় উত্তেজিত জনতা এক ট্রাফিক ইন্সপেক্টরের মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর থেকেই কঠোর অবস্থানে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ।
এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলাম ও হাইওয়ে পুলিশ সদস্যবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com