স্টাফ রিপোর্টার ॥ আমি মেয়র নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত হবিগঞ্জ পৌরসভা গঠন, জলাবদ্ধতা নিরসন, বেকারদের কর্মসংস্থান বৃদ্ধিকরণসহ ১৬ দফা বাস্তবায়নের অঙ্গিকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে নাগরিক সমাজের প্রার্থী আলহাজ্ব মোঃ শামছুল হুদা। গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ইশতেহার ঘোষণা করেন। এ সময় লিখিত বক্তব্যে শামছুল হুদা বলেন- হবিগঞ্জ একটি প্রাচীন পৌরসভা। কিন্তু এ পৌরসভায় জলাবদ্ধতা সমস্যাসহ নানা সমস্যা রয়েছে। আমি নির্বাচিত হলে সকল সমস্যাগুলোই পর্যায়ক্রমে সমাধান করব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিক উদ্দিন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হবিগঞ্জ জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com