স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে কৃষক সাদত আলী হত্যার ১৫ বছর পর দুই ঘাতককে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলার রায় ঘোষণা করে আসামীদ্বয়কে এ দন্ডাদেশ প্রদান করেন। রায়ে সাজা’র পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- প্রদান করা হয়। দ-প্রাপ্ত আসামিরা হলো- বাহুবল উপজেলার মুদাহরপুর গ্রামের মৃত ইকরাম উল্লার পুত্র আব্দুর রশিদ (৫৫) ও মৃত তৈয়ব উল্লার পুত্র আব্দুল আওয়াল (৫০)। রায়ের সময় দ-প্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলো। রায়ে মামলার অন্য ২৪ আসামিকে খালাস প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মুদ্দত আলী।
আদালতের পেশকার সৈয়দ আব্দুল হাদি জুয়েল জানান, ২০০৬ সালের ২৩ জুলাই সকাল ১০টার দিকে মুদাহরপুর গ্রামের আব্দুর রশিদ ও তার লোকজনের সাথে একই গ্রামের সাদত আলী এবং তার লোকজনের জমি দখল নিয়ে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফিকলের আঘাতে সাদত আলী নিহত হন। এ ঘটনায় তার পুত্র আব্দুল মালিক বাদি হয়ে ২৬ জনকে আসামি করে ওইদিনই রাতে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই বছরেরই ৬ ডিসেম্বর এসআই শ্যামল চন্দ্র দাশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এতে ডাক্তার, ওসিসহ ৩৪ জনকে সাক্ষি মানা হয়। পরে আসামিরা আদালতে হাজির হয়ে নি¤œ আদালতসহ উচ্চ আদালত থেকে জামিন লাভ করে। দীর্ঘ ১৫ বছর পর ৩৪ জন সাক্ষীর মাঝে ২১ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে এ রায় প্রদান করা হয়। রায়ের পর দন্ডিত ২ আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com