সংবাদদাতা ॥ বানিয়াচং উপজেলার তোপখানা-পাইকপাড়া ব্রীজ সংলগ্ন সরকারি খালটি দীর্ঘদিন ধরে ভরাট ও দখল করে চলেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। অনুসন্ধানে জানা যায়, তোপখানা ও পাইকপাড়া সংযোগ সেতুর নিচ দিয়ে বয়ে যাওয়া সরকারি খালটি দিয়ে এক সময় বড় বড় ধানের নৌকা ও যাত্রীবাহী নৌকা চলাচল করত। বানিয়াচং বড় বাজারের সাথে আজমিরীগঞ্জ নৌ-বন্দরের প্রধান বাণিজ্যিক রুট ছিল এ খালটি। অনেক বছর ধরে একটি প্রভাবশালী চক্রের দ্বারা প্রতিবছর কয়েক ফুট করে ভরাট ও দখল হতে থাকায় খালটি বর্তমানে একটি মজা নালায় পরিণত হয়েছে। এতে একদিকে যেমন এলাকার পানি নিষ্কাশনের সমস্যা সৃষ্টি হয়েছে, অপরদিকে পরিবেশগত সংকটেরও সৃষ্টি হচ্ছে। তাই স্থানীয় প্রশাসনের নিকট অবিলম্বে খালটি পুনরুদ্ধার করে সীমানা চিহ্নিতকরণের জোর দাবি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী মানুষ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com