সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামীকাল ২৫ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ওয়ার্ডে উপ-নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন হেলিকপ্টার প্রতিক নিয়ে সাবেক ইউপি সদস্য মোছা: জাহানারা বেগম ও মাইক প্রতিক নিয়ে মোছা: মনোয়ারা আক্তার। নির্বাচনে ভোট গ্রহণের সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান- সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা তিন স্তরের নিরাপত্তা গ্রহন করেছি। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ বাহিনী বদ্ধপরিকর। তিনি আরও জানান গোয়াকারা কেন্দ্রটি দুর্গম কেন্দ্র ও বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com