‘পৌরসভার কল্যাণে আমরা যা আলোচনা করবো তা শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রতিফলিত করবো। পৌরসভার কোথায় কোথায় দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করে সেগুলো কাটিয়ে উঠে আমরা সফলতার পথে এগিয়ে যেতে চাই।’ নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র বিশেষ সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। তিনি বলেন ‘আমি বিশ্বাস করি পৌরসভার কাজে অনেক বেশী জবাবদিহিতা রয়েছে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এ পৌরসভার কার্মকান্ডকে এগিয়ে নিতে চাই।’ মঙ্গলবার বেলা ১১টায় হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে টিএলসিসি’র জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরকাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর ও শেখ মোঃ উম্মেদ আলী শামীম। ইউজিআইআইপি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান। বিশেষ সভায় আলোচনায় আরো অংশ নেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ, ফনীভূষন দাস, মুকুল আচার্যী, আব্দুর রাজ্জাক, মোঃ আলমগীর খান, মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুল মোতালিব মমরাজ, মোঃ এমদাদুর রহমান বাবুলসহ টিএলসিসি’র অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা হবিগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা, ডাম্পিং সাইট বাস্তবায়ন, সড়ক বাতি, মশক নিধন, টমটম, অবকাঠামো উন্নয়নসহ নানা বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com