স্টাফ রিপোর্টার ॥ এবার বানিয়াচঙ্গে কাজীর স্ত্রী এক সন্তানের জননী আয়েশা বেগম (২২) পরকিয়া প্রেমিকের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এ ঘটনায় হবিগঞ্জের সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বানিয়াচঙ্গ উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আইবুর মিয়ার কন্যা আয়েশা বেগমকে ৪ বছর আগে বিয়ে করেন একই গ্রামের কাজী আক্কাস মিয়া। বিয়ের পর তাদের কোল জুুড়ে আসে সাদিনা আক্তার নামে এক কন্যা সন্তান। শিশুটির বয়স এখন ৩ বছর। সম্প্রতি শ্রীমঙ্গলকান্দি গ্রামের আলাউদ্দিনের পুত্র কাজী তামিম মিয়ার সাথে মন দেয়া-নেয়া চলে আয়েশার। বিষয়টি আঁচ করতে পেরে আয়েশার পিতা আইবুর মিয়া মেয়েকে বাধা দেন। কিন্তু তাদের প্রেম গভীর থেকে আরও গভীরে চলে যায়।
পরে গত ১২ জুলাই বিকালে তামিম ও আয়েশা বেগম ঘর বাঁধার আশায় অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এদিকে স্ত্রীকে হারিয়ে কাজী আক্কাস মিয়া মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এ ব্যাপারে আয়েশার পিতা আইবুর মিয়া বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করার জন্য বানিয়াঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল হামিদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com