জান্নাতুল মাওয়া দিশা হবিগঞ্জ শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড্স কেজি এন্ড হাই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। স্কুলের পহেলা বৈশাখ অনুষ্ঠানে নৃত্য দেখে সে উদ্বুদ্ধ হয়। এরপর শুরু হয় তালিম নেয়া। সে বর্তমানে নৃত্য প্রশিক্ষক সুজন চৌধুরীর কাছে প্রশিক্ষণ নিচ্ছে। তার ইচ্ছা ভবিষ্যতে একজন স্বনামধন্য নৃত্যশিল্পী হয়ে নিজের তথা হবিগঞ্জবাসীর জন্য সুনাম বয়ে আনা। দিশার প্রিয় ব্যক্তি তার বাবা-মা। তার অবসর সময় কাটে টিভি দেখে। তার প্রিয় খাবার দেশি মোরগের গোশত, প্রিয় ফল আম, প্রিয় ফুল গোলাপ, প্রিয় পোশাক জামা। তার পিতা বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন আর মা মাজেদা খাতুন একজন আদর্শ গৃহিনী। দিশা ভবিষ্যতে ডাক্তার হতে চায়। কারণ ডাক্তার হলে গরীব দুঃখি অসহায় মানুষের সেবা করা যায়। এজন্য সে সকলের দোয়া প্রার্থী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com