এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লীন ক্যাম্পাস চালু করার নির্দেশ দিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। তিনি বলেন- বিদ্যালয়গুলোতে ফলজ, দেশীয় বৈজ্ঞানিক নামে ঔষধি গাছ লাগাতে হবে। গাছ লাগানোর পাশাপাশি সেগুলো নিয়মিত পরিচর্যা করতে হবে। গাছগুলো চিহ্নিত করার জন্য নেইম প্লেইট লাগাতে হবে। প্রতি বৃহস্পতিবার বিদ্যালয়ের একজন শিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও ক্যাম্পাস পরিস্কার করতে হবে। সোমবার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে মাসিক সমন্বয় সভায় বক্তৃতাকালে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ নির্দেশ দেন। তিনি বলেন- সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক শিক্ষক/কর্মকর্তাদের কাজ করতে হবে। বিদ্যালয়গুলো মাল্টিমিডিয়া, কম্পিউটার ল্যাব সাইন্স ক্লাস সরকারের সঠিক নিয়ম অনুযায়ী করাতে হবে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপার ভাইজার ও শিক্ষকদের তদারকি করেন তিনি। এছাড়াও সকল শিক্ষা অফিসের ওয়েব পোর্টাল ও ওয়েব সাইটগুলোর আপডেট করার জন্য নির্দেশ দেয়া হয়। শিক্ষা কর্মকর্তা বলেন- মাধ্যমিক পর্যায়ে হবিগঞ্জের শিক্ষার মানোন্নয়নের জন্য সব সময় আমি অফিসারদের নির্দেশনা দিয়ে আসছি। আশা করি আগামীতে হবিগঞ্জে আরো ভাল রেজাল্ট করবে শিক্ষার্থীরা। সভায় হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিনসহ সকল উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com