স্টাফ রিপোর্টার ॥ অবশেষে নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ দুটি ভাঙা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ আওতাধীন (আইইউআইডিপি) নবীগঞ্জ পৌরসভার অর্থায়নে থানা পয়েন্ট থেকে উপজেলা পরিষদ এর কালভার্ট পর্যন্ত ৮৫০ মিটার সংস্কার কাজে প্রায় ৮০ লাখ টাকা এবং অভয়নগরস্থ খাদ্য গুদামের রাস্তা ৩৪০ মিটার আর.সি.সি রাস্তায় ব্যায় হবে ৪৫ লাখ টাকা। রবিবার সকালে রাস্তা দুটি সংস্কার কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ ছাবির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল-২ মেয়র এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম, প্রকৌশলী ভবি মজুমদার, কাউন্সিলর আব্দুস সালাম, সুন্দর আলী, জাকির হোসেন, পানেশ দেব, জায়েদ চৌধুরী, ঠিকাদার লোকমান আহমদ খান, ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী, সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল প্রমুখ।
এ সময় পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী বলেন, থানা পয়েন্ট থেকে উপজেলা পরিষদের নিকটস্থ ব্রীজ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা বিরাজ করছিল। প্রায় ৮০ লাখ টাকা ব্যায়ে রাস্তাটি সংস্কার কাজ শুরু করা হয়েছে। অপরদিকে খাদ্য গুদাম এলাকার রাস্তা ৪৫ লাখ টাকা ব্যয়ে কাজ করাসহ আরো ১৯টি রাস্তার কাজ বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। নবীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে রূপান্তর করতে তিনি বদ্ধপরিকর বলেও জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com