
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খানকে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকি দেয়ার ঘটনায় নািজম উদ্দিন (৩০) নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাত ১টায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ড আবেদন করে নাজিম উদ্দিনকে আদালতে সোপর্দ করে পুলিশ। সে উপজেলার পুকড়া গ্রামের হাফেজ মস্তোফা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এস.এম সাইফুল ইসলাম সেলিম গত ৩০ জুলাই ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি হচ্ছে, ‘বানিয়াচং সাবরেজিস্ট্রি অফিস কি চলছে দুর্নীতি মুক্ত? সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের একটু দৃষ্টি আকর্ষণ করছি। ’ এই পোস্টের সূত্র ধরে সাংবাদিক ইমদাদ অনুসন্ধানে নামেন। অনুসন্ধানকালে তিনি জানতে পারেন স্বাধীনতার পূর্বে ভারত চলে যাওয়া হরিচরণ রায়ের পুকড়া মৌজার ২৩৯ খতিয়ানের ৬৪১ দাগের ফেলে যাওয়া ৪৫ শতক ভূমি ভুলবশত অর্পিত সম্পত্তি বা খাস খতিয়ানভূক্ত হয়নি। এ সুবাদে এলাকার একটি প্রভাবশালী চক্র সাবরেজিস্ট্রারের যোগসাজসে ভূয়া দাতা সাজিয়ে জাল জাতীয় পরিচয়পত্র ও জাল ওয়ারিশান সনদ তৈরী করে ওই ভূমি আত্মসাত করেছে। এই অনুসন্ধানী সংবাদের তথ্য-প্রমাণ সংগ্রহকালে গত বছরের ৯ ডিসেম্বর মনির নামে জনৈক সিএনজি চালকের মাধ্যমে দুর্বৃত্তরা একটি ব্যাগের ভেতর কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে সাংবাদিক ইমদাদকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকি দেয়। এ ঘটনায় তিনি পরদিন বানিয়াচং থানায় একটি জিডি করেন (নং-৪২৭)। এর সূত্রধরে পুলিশ সিএনজি চালককে নিয়ে তদন্ত শুরু করে। তদন্তকালে সিএনজি চালক মনির পুকড়া গ্রামের নাজিম উদ্দিনকে কাফনের ব্যাগ প্রেরণকারী হিসেবে সনাক্ত করলে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করে। গতকাল শনিবার ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে কোর্টে সোপর্দ করে পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই গৌতম সরকার বলেন, ওসি স্যারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।