স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগানের সঙ্গীত শিল্পী মিন্টু বুনার্জী পরলোকগমন করেছেন। ৬ জুলাই রাতে প্রতিবেশীর বাড়িতে গানের অনুষ্ঠান সমাপ্ত করে বাড়িতে ঘুমানোর সময় স্ট্রোক করে মারা যান তিনি। ৭ জুলাই বেলা ২টায় সাতছড়ি মহাশশ্মানে মিন্টু বুনার্জীর শেষকৃত্য করা হয়েছে। মিন্টু বুনার্জী এক পুত্র ও এক কন্যা সন্তান সহ বন্ধু বান্ধব ও ভক্তবৃন্দ রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com