স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্ত্বর থেকে ৬ কেজি গাঁজাসহ ফারইস্ট স্পিনিং মিলের কাভার্ড ভ্যান চালক ও তার হেলপারকে আটক করেছে পুলিশ। গতকাল রাত প্রায় সাড়ে ৯টায় তাদের আটক করা হয়। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করেছে পুলিশ। আটককৃতরা হলো কাভার্ড ভ্যান চালক কুমিল্লার মরহুম আলী আহমদের পুত্র ইকবাল আহমদ (৩৫) ও হেলপার মাধবপুরের সুরমা চা বাগানের আব্দুল জব্বারের পুত্র হৃদয় হোসেন (২৬)। অভিযানে নেতৃত্ব দেন এসআই কামাল হোসেন। মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com