স্টাফ রিপোর্টার ॥ তক্ষকসহ হবিগঞ্জের ৫ পাচারকারীকে শ্রীমঙ্গল থেকে আটক করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। ওসি জানান, গত রবিবার সন্ধ্যারাতে শ্রীমঙ্গল পৌর শহরের শান্তিবাগ আবাসিক এলাকার সালাম বাবুর্চির বসতঘর থেকে হাতেনাতে তক্ষকসহ ওই পাচারকারী চক্রের ৫ জনকে আটক করা হয়। সোমবার বিকেলে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে থানায় মামলা রুজু হয়েছে। আটককৃতদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তক্ষকটিকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। সেটি বর্ষিজোড়া ইকোপার্কে অবমুক্ত করা হবে। আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আলুয়া গ্রামের আবদাল মিয়ার ছেলে মোশাহিদ মিয়া (৩৫), হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের শামসুল হকের ছেলে আলী হাসান মাসুক (৩০), একই উপজেলার আব্দাবকাই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫), শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকার আকবর উল্লার ছেলে আব্দুল ছালাম (৫৫), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের আরফিন মিয়ার ছেলে কাউছার মিয়া (২৪)।
ওসি আব্দুস ছালেক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক অনিক বড়–য়া, সহকারী উপ-পরিদর্শক সাকির হোসেন ও ইমাম হোসাইনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শান্তিবাগ আবাসিক এলাকার সালাম বাবুর্চির বাসা থেকে ২২০ গ্রাম ওজনের একটি তক্ষকসহ ৫ পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। তারা তক্ষকটিকে শায়েস্তাগঞ্জ থেকে সিলেটের এক চক্রের কাছে বিক্রির উদ্দেশে শ্রীমঙ্গলে নিয়ে এসেছিল। তাদের মধ্যে পাচারকারী চক্রের মূল হোতা কাউছার মিয়া জানিয়েছে, তক্ষকটির বর্তমান বাজারমূল্য ৮ থেকে ১০ লাখ টাকা হবে।’
পাচারকারী চক্রের মূল হোতা কাউছার মিয়ার দাবি তক্ষকটির বাজারমূল্য ৮ থেকে ১০ লাখ টাকা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com