স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার ড্রেনের উপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা। সোমবার উমেদনগর এলাকার পুরানহাটি ও মধ্যহাটি সংলগ্ন এলাকায় ড্রেনের উপর অবৈধভাবে গড়ে উঠা দালানগুলো এক্সকেভেটরের মাধ্যমে গুড়িয়ে দেয়া হয়। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা, হবিগঞ্জ ও বানিয়াচংয়ের সহকারী কমিশনার ভূমি ও হবিগঞ্জ পৌরসভার সচিব। হবিগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে গত ১১ জুন শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।
হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের কারণে উচ্ছেদ অভিযান সাময়িক বন্ধ থাকার পর আবারো পরিচালিত হলো এ অভিযান।
উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ পৌরসভায় হবিগঞ্জ-লাখাই-শায়েস্তগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ আবু জাহিরের উপস্থিতিতে পৌরপরিষদের জরুরী সভায় শহরে জলাবদ্ধতায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়। ওই সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ নূরুল ইসলাম ও ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসসহ পৌর কাউন্সিলরবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com