স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ পদে পুলিশের নিয়োগ পরীক্ষায় যারা চাকুরি লাভের জন্য মনোনীত হয়েছেন তাদের কারো কারো বাবা কৃষক, কারো বাবা শ্রমিক, কারো বাবা আইসক্রীম বিক্রেতা/কলা বিক্রেতা, কারো বাবা মিস্ত্রী, কারো বিধবা মা শ্রমিকের কাজ করে সন্তানকে মানুষ করেছেন। গত ১ জুলাই হতে ৭ জুলাই পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার পথপরিক্রমা পাড়ি দিয়ে যারা মনোনীত হয়েছেন তাদের সম্পর্কে এমনই মন্তব্য করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম-সেবা।
চাকুরি মানেই সোনার হরিণ। সেই সোনার হরিণ পাবার জন্য দরিদ্র পরিবারের লোকজনও কয়েক লাখ টাকা ঘুষ দিয়ে চাকুরি পাবার চেষ্টা করে থাকেন। কিন্তু হবিগঞ্জে পুলিশের চাকুরি পেতে কখনো ঘুষ দিতে হয়নি এ সুনাম অর্জন করেছে পুলিশ বিভাগ। সর্বশেষ চলতি মাসে পুলিশের নিয়োগ পরীক্ষা স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। দরিদ্র পরিবারের যোগ্যতাসম্পন্ন চাকুরি প্রার্থীরা বিনা ঘুষে চাকুরির জন্য মনোনীত হয়েছেন। এমন মন্তব্য করেছেন চাকুরির জন্য মনোনয়ন পাওয়া দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা। গতকাল রবিবার হবিগঞ্জ পুলিশ লাইনে চাকুরির জন্য মনোনীতদের উপস্থিতিতে সাংবাদিকদের ব্রিফিং করেন পুলিশ সুপার। এ সময় চাকুরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতায় সন্তুষ্টি প্রকাশ করেন।
পুলিশ সুপার তাঁর মন্তব্যে বলেন- কারো বাবা কৃষক, কারো বাবা শ্রমিক, কারো বাবা আইসক্রীম বিক্রেতা/কলা বিক্রেতা, কারো বাবা মিস্ত্রী, কারো বিধবা মা শ্রমিকের কাজ করে সন্তানকে মানুষ করেছে। কেউ নিজেই টিউশনি করে বা শ্রমিকের কাজ করে বা ভ্যান চালিয়ে উপার্জনের মাধ্যমে লেখাপড়া করেছে। কারো কারো অভিভাবক হয়তোবা ছোট চাকুরী বা ব্যবসা করে সন্তানকে বড় করেছেন। এরা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও মেধার দিক দিয়ে এরা অনেক এগিয়ে রয়েছে। এদের চোখে আছে দেশ সেবার স্বপ্ন। এরা অদম্য। শত বাঁধার মুখেও এরা এগিয়ে যেতে চায়। এরা মাননীয় প্রধানমন্ত্রীর ব্রত সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কারিগর হতে চায়। এরা হলো ২০১৯ সালে হবিগঞ্জ জেলা হতে প্রাথমিকভাবে মনোনীত ৯৭ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল। গত ১ জুলাই হতে ৭ জুলাই পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার পথপরিক্রমা পাড়ি দিয়ে এরা মনোনীত হয়েছে। পুলিশ সদর দপ্তর হতে আগত ২ জন পর্যবেক্ষক, সিলেট ও সুনামগঞ্জ জেলা হতে আগত ২ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের সমন্বয়ে গঠিত নিয়োগ বোর্ডের শ্রম, ধৈয্য ও মেধার ফসল মনোনীত প্রার্থীরা। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজির প্রেরণা আমাদেরকে সাহস জুগিয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনোনীতদের জন্য দোয়া ও আশির্বাদ করছি যে, তারা যেভাবে মেধা, যোগ্যতা, ন্যায় ও নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচিত হয়েছে, ভবিষ্যতে বিভিন্ন কর্মস্থলে দেশের সাধারণ নাগরিকদের তারা যেন ন্যায় ও নিরপেক্ষতার মাধ্যমে সেবা প্রদান করেন।
কারো কারো বাবা কৃষক কারো বাবা শ্রমিক কারো বাবা আইসক্রীম বা কলা বিক্রেতা কারো বাবা মিস্ত্রী কারো বিধবা মা শ্রমিকের কাজ করে সন্তানকে মানুষ করেছেন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com