নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট আসামপাড়া থেকে গ্রেফতারকৃত চার ডাকাতকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৭ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল আলম শুনানি শেষে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে চুনারুঘাট থানার এসআই মহিন উদ্দিন মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। চার ডাকাত হলো- গোবরখলা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে সফিকুর রহমান (৩৮), উসমানপুর গ্রামের রফিক মিয়ার ছেলে আব্দুল জলিল (৩৬), জারুলিয়া গ্রামের মৃত ছাবের মিয়ার ছেলে কাজল মিয়া (৩৮), গোবরখলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে লোকমান (৩৭)। এ বিষয়ে নবাগত ওসি শেখ নাজমুল হক জানান, চক্রটি গত ৩১ মে উপজেলার আসামপাড়ার একটি বাসায় ডাকাতির চেষ্টা করে এ ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com