স্টাফ রিপোর্টার ॥ এশিয়া মহাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র নবীগঞ্জের বিবিয়ানাসহ হবিগঞ্জ জেলার তিনটি গ্যাসক্ষেত্র পরিদর্শন করেছেন বিদ্যুত-জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির সহ অন্যান্য নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল এসব গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন। সন্ধ্যায় নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তারা। পরে বাহুবলের রশিদুপুরে কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্ট এবং মাধবপুরের শাহজিবাজার গ্যাসফিল্ড পরিদর্শনে যান নেতৃবৃন্দ। প্রতিটি গ্যাসক্ষেত্রেই নেতৃবৃন্দ দেশী-বিদেশী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
প্রসঙ্গত, সারাদেশের মোট পরিমাণের অর্ধেকেরও বেশি গ্যাস মজুদ রয়েছে হবিগঞ্জের গ্যাসক্ষেত্রগুলোতে। প্রতিদিন বাংলাদেশে উত্তোলন হয় ২ হাজার ৭শ’ এমএম এসসিএফডি গ্যাস। এর মধ্যে শুধুমাত্র নবীগঞ্জের বিবিয়ানা থেকেই ১ হাজার ৩শ’ এমএম এসসিএফডি গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রীডে যুক্ত করে শেভরণ।
হবিগঞ্জের ফিল্ডগুলো থেকে শুধু গ্যাসই নয়, গ্যাসের পাশাপাশি কনডেনসেট থেকে বিপুল পরিমাণ জ্বালানী তেলও উৎপাদন হয়। যার মাধ্যমে সমৃদ্ধ হচ্ছে বিদ্যুত-জ্বালানী এবং খনিজ সম্পদ খাতসহ দেশের অর্থনীতি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান পরিদর্শনকারী প্রতিনিধিদলের নেতৃবৃন্দ। প্রতিনিধি দলে বিদ্যুত-জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজগর টগর এমপি, আসলাম হোসেন সওদাগর এমপি, নুরুল ইসলাম এমপি, খালেদা খানম এমপি, নার্গিস আক্তার এমপি ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার তারা সিলেটের আরো তিনটি গ্যাসক্ষেত্র পরিদর্শনে যাবেন।