পথশিশু কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গরীব দুঃখী অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ্ নাজিমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ দাসের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি প্রিন্স বোরহান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার মোল্লা, স্বাস্থ্য সহকারী সত্যেন্দ দেব, ম্যানেজিং কমিটির সদস্য ফারুক চৌধুরী, দেবাশীষ গুস্বামী, নাজিম উদ্দীন, সদস্য সিরাজুল ইসলাম, তন্ময় আহমেদ, জাকির হোসেন, কাপ্তান মিয়া, আনোয়ার হুসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com