স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি এলাকায় ট্রলি ও টমটমের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহী টমটম রিচি এলাকার পাশর্^বর্তী একটি ব্রীজের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সংঘর্ষ ঘটে। এতে ৬ টমটম যাত্রী আহত হন। গুরুতর আহত হাবিবুর রহমান শাওন (১৮), আব্দুর গফুর (৪৫), তাজুল মিয়া (৩৫), আব্দুর রহিম (৩৫) ও মুরাদকে (৩৫) হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবণতি হওয়ায় হাবিবুর রহমান শাওন, আব্দুর গফুর, তাজুল মিয়া ও আব্দুর রহিমকে ঢাকা এবং সিলেট প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com