হবিগঞ্জ কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার ২০১৯ সালের ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় শাইনিং স্টার মডেল স্কুলের অধ্যক্ষের কক্ষে ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দা শাহেদা আক্তার। এ সময় শাইনিং স্টার মডেল স্কুলের চেয়ারম্যান সৈয়দ এবাদুল হাসান, হলি ক্রিসেন্ট ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ শিব্বির আহমেদ ছালেহ, জেনিথ কিন্ডারগার্টেন অধ্যক্ষ তাহ্মুদা বেগম, গ্রীণলীফ ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ সৈয়দা জহুরা খাতুন এবং অফিস নির্বাহী সোমা দেব উপস্থিত ছিলেন। বিভিন্ন গ্রেড ওয়ারী ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্তরা হলো-
ট্যালেন্টপুল ঃ ১০১, ১০৩, ১০৪, ১০৭, ১০৮, ১১৪, ১২৬, ১২৭, ১২৮, ১৫১, ১৫৬, ১৬১, ১৬২, ১৬৬, ১৬৮, ১৭২, ১৭৫, ১৭৮, ১৮০, ২০৬ = মোট ২০ জন।
১ম গ্রেড ঃ ১০৯, ১১২, ১১৮, ১৩১, ১৩৩, ১৩৪, ১৪৮, ১৫৫, ১৫৮, ১৬৯, ১৭০, ১৭৯, ১৮১, ২০৭, ২১২, ২২৬, ২৩৭, ২৫২ = মোট ১৮ জন।
২য় গ্রেড ঃ ১০৬, ১১০, ১১৫, ১২৩, ১৩০, ১৫২, ১৫৩, ১৫৭, ১৬৭, ১৭১, ১৭৩, ১৭৬, ১৭৭, ২০২, ২১৪, ২১৬, ২২৭, ২৩৮, ২৫১, ২৬০, ২৬২ = মোট ২১ জন।
সাধারণ গ্রেড ঃ ১১৩, ১১৯, ১২১, ১২৯, ১৩২, ১৩৫, ১৩৬, ১৪০, ১৪৫, ১৬০, ১৮২, ২০১, ২১৩, ২১৯, ২৩৯, ২৫৩ = মোট ১৬ জন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com