মহাবতারী শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দরের করুণা ও অহৈতুকী শ্রীগুরুকৃপা সম্বল করে প্রতি বছরের ন্যায় এবারও পরমারাধ্য শ্রীগুরুপাদপদ্ম বৈষ্ণবাচার্য্য শ্রীমন্ মহানামব্রত ব্রহ্মচারির ১১৬তম পূণ্য জন্মোৎসব উদযাপনের লক্ষে আগামী বুধবার স্থানীয় মহাপ্রভু আখড়ায় শ্রীগুরু বিগ্র্রহের পূজার্চনা, আরতি ও বন্ধনা, সারিবদ্ধভাবে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, সকাল সাড়ে ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতা ও দুপুর ১২টায় ধর্মীয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং বেলা ২টায় কণিকা প্রসাদের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মহানাম সেবক সংঘ হবিগঞ্জ সংঘের সকল গুরু ভাইবোন ও ভক্তবৃন্দের উপস্থিতি একান্তভাবে কামনা করেছে। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com