স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সপ্তাহব্যাপী বই মেলার আয়োজন করবে জেলা প্রশাসন। ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় এই মেলা অনুষ্ঠিত হবে। ঢাকার উল্লেখযোগ্য প্রকাশনীসহ অর্ধশতাধিক স্টল এই মেলায় অংশগ্রহণ করবে। প্রতিদিন থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩১ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে বই মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।
সপ্তাহব্যাপী বই মেলা সফল করতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, এনডিসি সজিব কান্তি রুদ্র, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল্লা ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান। সভায় মেলাকে সফল করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।