দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি হবিগঞ্জ শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ সূরবিতান মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক বিভাগীয় কমিশনার আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ ফজলুর রহমান। সিনিয়র সিটিজেন্স সোসাইটি হবিগঞ্জ শাখার সেক্রেটারী জেনারেল সাবেক ভিপি জিপি আলহাজ্ব আ্যাডভোকেট মোশতাক আহমদ ও সোসাইটির সদস্য অবসরপ্রাপ্ত ব্যাংকার আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেক্রেটারী ফিন্যান্স বীর মুক্তিযুদ্ধা ডেন্টাল এসোসিয়েসন্স এর সভাপতি আলহাজ্ব ডাঃ আব্দুর রব, ফ্রিল্যান্স সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী মমিন, হবিগঞ্জের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী সাবেক ছাত্রলীগ সভাপতি বীর মুক্তিযুদ্ধা মিয়া মোঃ শাহজাহান, সোসাইটির সেক্রেটারী রিসোর্স ম্যানেজমেন্ট প্রফেসর আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, সেক্রেটারী অ্যাডভোকেট এন্ড পাবলিকেশন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভুপিকা রঞ্জন দাশ, সোসাইটির সিনিয়র সহ-সভাপতি প্রাক্তন এ.জি.এম শেখ মোহাম্মদ বদরুদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষে স্বরচিত কবিতা আবৃতি করেন সোসাইটির সেক্রেটারী জেনারেল আলহাজ্ব অ্যাডভোকেট মোশতাক আহমদ, ভুপিকা রঞ্জন দাশ, প্রফেসর আলহাজ্ব মজিবুর রহমান, ডাঃ মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com