হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ বুধবার হঠাৎ তাপমাত্রা অনেক কমে গেছে। ফলে জেঁকে বসেছে শীত। এক লাফে তাপমাত্রা কমে আসায় পৌষের শুরুতেই তীব্র শীত অনুভূত হচ্ছে হবিগঞ্জে। পুরো নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহ কেটেছে শীতবিহীন। বুধবার হঠাৎ শীত বেড়ে যাওয়ায় ঠান্ডা বাতাসের দাপটে কাবু হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ঠান্ডায় জড়োসড়ো হয়ে পড়েছেন পথের ধারে থাকা ছিন্নমূল মানুষ। বিভিন্ন স্থানে অনেককেই সন্ধ্যার পর খড়-কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। এরই মধ্যে বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে শুরু হয়েছে শীতবস্ত্র বিতরণ। তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তাই এ মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। এ মাসের শেষ দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে জানুয়ারিতে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।