রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্ব¡াবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী। মেলায় জনাব আলী সরকারি কলেজ, সুফিয়া মতিন মহিলা ডিগ্রী কলেজ, আইডিয়েল কলেজ, শচীন্দ্র কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এল.আর সরকারি উচ্চ বিদ্যালয়, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ডা: ইলিয়াছ একাডেমি, হিয়ালা উচ্চ বিদ্যালয়, হানিফ খান দ্বিমুখি উচ্চ বিদ্যালয় ও রতœা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বল্প খরচে পানি ও সামান্য পরিমাণের পেট্রোল দিয়ে জ্বালানি গ্যাস তৈরী, কম বিদ্যুত খরচে প্রযুক্তির মাধ্যমে অধিক পানি উত্তোলন, আধুনিক বাড়ি, ধোঁয়া শোষন রোধক যন্ত্র ও জাল টাকা সনাক্তকরণ সামগ্রীসহ নানা ধরণের নিজেদের হাতের তৈরী সামগ্রী প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি করতে সক্ষম হয়েছে। এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহ বাড়বে। পুথিগত বিদ্যা পরিহার করে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি মনোযোগ দিতে উপস্থিত শিক্ষার্থীদের পরামর্শ দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com