এম এস জিলানী আখনজী, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ৬৬তম শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের বাল্লা রোডস্থ নিরঞ্জন সিটি মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকের শাখা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আব্দুল খালেক খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ড. রশিদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের পর্ষদ কমিটির নির্বাহী চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার, ব্যাংকের এডিশনাল ম্যানেজার মোঃ জাফর আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, চুনারুঘাট পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম মোঃ আবুল কাশেম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ, চুনারুঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, সাবিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সামাদ মাস্টার। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিরঞ্জন সিটির ব্যবস্থাপক সজল দাশ। স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট ব্যাংকের শাখা ব্যবস্থাপক আহমেদ মুক্তাদির। শেষে ফিতা কেটে ব্যাংকের শাখা উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com