স্টাফ রিপোর্টার ॥ পীরে ত্বরিকত সৈয়দ আব্দুর রাজ্জাক ছোয়াব মিয়া (রহঃ) ও মুর্শিদে বরহক্ব মাওলানা সৈয়দ সৈয়দুর রহমান ছোট পীর সাহেব ক্বেবলা (রহঃ)-এর স্বরণে নবীগঞ্জ উপজেলার পানিউম্দায় ঐতিহাসিক টঙ্গিটিলা দরবার শরীফের সুন্নী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর হতে সারা রাত ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান মেহমান ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। উদ্বোধক হিসেবে ছিলেন পীরজাদা সৈয়দ শাহ দরাজ। সভাপতিত্ব করেন পীরে তরিকত মাওলানা মুফতি সৈয়দ শাহ রিয়াজ। সহ-সভাপতি ছিলেন পীরজাদা সৈয়দ শাহজাদা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা হাফেজ ওয়ালী উল্লাহ্ আশেকী ঢাকা। বিশেষ অতিথি ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রঃ)-এর সুযোগ্য নাতি মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী। প্রধান বক্তা ছিলেন আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী বক্তা মাওলানা মুফতি শায়ের হারুনুর রশিদ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন মাওলানা মিজানুর রহমান আজিজি আল কাদরী। বিশেষ আলোচক ছিলেন হযরত মাওলানা আবুল কালাম জালালী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোজাহিদুল ইসলাম ও মাওলানা হাফেজ নাসির উদ্দিন আজহারী।
এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুুল হক চৌধুরী সেলিম, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, পানিউমদা ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও গবেষক সৈয়দ মিছবাহ উদ্দিন, এম জে এ মোমিন রেজভী। আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কাওছার আহমেদ, মাওলানা হাফিজ উদ্দিন, মাওলানা মুফতি তাজ উদ্দিন, মাওলানা মাহমুদ আলী, মাওলানা শেখ শফিকুল হাসান রেজভী, ক্বারী শামীম আহমেদ, মাওলানা আব্দুল মোমিন জিহাদী, ক্বারী আতাউর রহমান, ক্বারী আব্দুল মুকিত।
মাহফিল পরিচালনা করেন পীরজাদা সৈয়দ ইমতিয়াজ ও হাফেজ সানায়োর আলী। মাহফিল শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে তবারক বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com