নুর উদ্দিন সুমন ॥ যথাযোগ্য মর্যাদা ও উৎসব মূখর পরিবেশে চুনারুঘাটে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ ও চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, সমাজ সেবা কর্মকর্তা বারেন্দ্র রায় প্রমূখ। দুপুরে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, শীতবস্ত্র ও গাছের চারা বিতরণ করা হয়। বিকেলে উপজেলা প্রশাসন একাদশ ও মুক্তিযোদ্ধা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সাংবাদিকদের ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ ও সন্ধ্যায় বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়। এছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের সঞ্চালনায় সোমবার বিকাল ৫টায় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের সহধর্মিনী লেডিস ক্লাবের সভাপতি স্নিগ্ধা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন দেওরগাছ ইউপি চেয়ারম্যান শামছুন্নাহার, উপজেলা চেয়ারম্যান কন্যা ও জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেনের সহধর্মিনী এনি লস্কর, সৈয়দা নাজনীন আহমেদ সিলভী, নাজেরা তালুকদার, রুবি আক্তার, জয়া সিনহা, সোনালী রানী, নিলুফা আক্তার প্রমূখ।