নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ করে আমরা এ দেশের স্বাধীনতা পেয়েছি। তাই এ অর্জন ধরে রাখতে হবে। এখনও দেশের বিভিন্ন স্তরে রাজাকার, আলবদর ঘাপটি মেরে বসে আছে। এদের থেকে সাবধান থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকার জন-বান্ধব ও উন্নয়নের সরকার। তাই বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানদের অগ্রাধিকার দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সোমবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া ও পজীপ কর্মকর্তার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ওসি আািজজুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, উপজেলা জাসদ সভাপতি আব্দুর রউফ। এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, মুক্তিযোদ্ধা রফিক মিয়া, মুক্তিযোদ্ধা আনিস আলী, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গুল আহমদ কাজল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান গৌতম কুমার দাশ, মুক্তিযোদ্ধা সন্তান নিজামুল ইসলাম চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ আসকির মিয়া। গীতা পাঠ করেন উত্তম কুমার পাল হিমেল। অনুষ্ঠানে এমপি শাহনওয়াজ মিলাদ গাজীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে ৩শ’ চাদর, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসের উপহার হিসাবে শাড়ী লুঙ্গি প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com