সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ ‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে’ এই স্লোগান নিয়ে লাখাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী অফিসার মোছাঃ শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ অভিবাসীদের জেনে শুনে বুঝে সরকারি প্রতিষ্ঠান থেকে যাচাই পূর্বক বিদেশ গমণের উপর গুরুত্বারোপ করেন। অভিবাসন প্রত্যাশী বিশেষ করে নারী অভিবাসন প্রত্যাশীদের বিভিন্ন ট্রেড যেমন নার্সিং সহ যে সকল ট্রেডের বিদেশে চাহিদা রয়েছে তা চিহ্নিত করে সে মোতাবেক কার্য সম্পন্ন করে দক্ষতা অর্জনের পর বিদেশ গমণের পরামর্শ দেয়া হয়। অবৈধ অভিবাসী হওয়া এবং প্রতারকদের থেকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর লাখাই’র উপ-সহকারী প্রকৌশলী মহিউদ্দিন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন, লাখাই রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতি, সমাজ সেবা অফিসার আফজালুর রহমান।