এসএম সুরুজ আলী ॥ আজ বুধবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এই নিরাপত্তায় ৪শ’ পুলিশ দায়িত্ব পালন করবে। পুলিশের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুুলিশ যানজট নিরসনসহ বিশৃঙ্খলা এড়াতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। শুধু পুলিশই নয়, র্যাব ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে।
এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই নিরাপত্তায় ৪শ’ পুলিশ দায়িত্ব পালন করবে। সম্মেলনস্থলে সিসি ক্যামেরা বসানো হবে। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের গেইটগুলোতে প্রত্যেকের শরীর তল্লাসী করে ঢুকতে দেয়া হবে। মঞ্চে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। যে কোন বিশৃঙ্খলা এড়াতে র্যাব সদস্যরা সক্রিয় থাকবে। এছাড়াও শহরে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত ট্রাফিক পুলিশও দায়িত্ব পালন করবে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢাকা হবে পুরো হবিগঞ্জ শহর।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com