স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর নোয়াগাঁও গ্রামের অবৈধ টমটম গ্যারেজের মালিক মোঃ শামীম আলমের বিরুদ্ধে বিদ্যুত আইনে দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিদ্যুত চুরি ও বিলে বকেয়া থাকার অপরাধে ১৮ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করে হবিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন পিডিবির নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার।
পিডিবির নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, ৮ ডিসেম্বর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক বিক্রয় ও বিতরণ বিভাগ, বিদ্যুত উন্নয়ন বোর্ড হবিগঞ্জ দপ্তরের আওতাধীন এলাকায় ব্যাটারী চালিত টমটম গাড়ীর অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও সাঈদ মোহাম্মদ ইব্রাহীমকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শামীম আলমের গ্যারেজ থেকে ৮০টি অবৈধ টমটমের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ব্যাপারে হবিগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবির) নির্বাহী প্রকৌশলী আরো জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধ বিদ্যুত সংযোগ সেখানেই অভিযান পরিচালনা করা হবে। আমরা সাধারণ গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুত দিতে চাই।
উল্লেখ্য, নির্বাহী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, লাইনম্যান, সাহায্যকারী সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com