স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের অনুষ্ঠেয় সম্মেলনকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি’র নেতৃত্বে প্রচার মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে চৌধুরী বাজার মোড় এলাকায় পথসভায় মিলিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন সাদিকুর রহমান মুকুল, আজিজুল হক আজিজ, মোশারফ হোসেন আরিফ বাপ্পী, কাউছার মিয়া, আবু মোঃ ফয়সল, সাখাওয়াত হাসান সেতু, রিয়াজ উদ্দিন জুনায়েদ, গিয়াস উদ্দিন চৌধুরী সুজাতসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পথসভায় নেতৃবৃন্দ বলেন, ‘দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় এমপি আবু জাহিরের বিকল্প নেই। তার নেতৃত্বে জেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো এখন সুসংগঠিত। দলীয় সকল কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সভাপতি পদে আবারও তৃণমূলের কান্ডারী এমপি আবু জাহিরকেই দরকার’।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com