স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ৪নং ওয়ার্ড মেম্বার গোপাল দাশের বিরুদ্ধে অতিদরিদ্র কর্মসূচির শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, চলতি অর্থ বছরের অতিদরিদ্র কর্মসূচির আওতায় বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ননের ৪নং ওয়ার্ডের কান্দিপাড়া রঞ্জিত দাশের বাড়ি থেকে কান্দিপাড়া কালভার্ট পর্যন্ত ৪০ দিনের মাটি কাটা কর্মসূচির কাজ করে অতিদরিদ্র কর্মসূচির শ্রমিককরা। এতে প্রত্যক শ্রমিক দৈনিক ২শ’ টাকা মজুরী হিসেবে মোট ৪ লাখ টাকা এবং নিয়ম অনুযায়ী প্রত্যেকের সঞ্চয় বাবদ ১ হাজার টাকা হিসেবে ৫০ হাজার টাকা ব্যাংকে জমা হয়। উক্ত ৪০ দিনের প্রথম কর্মসূচির মজুরী বাবদ শ্রমিকরা কোন টাকা পয়সা পায়নি। দ্বিতীয় কর্মসূচিতে শ্রমিকরা অংশগ্রহণ করে প্রত্যেক শ্রমিক (৮ হাজার ও সঞ্চয় ১ হাজার) মোট ৯ হাজার টাকা এবং সরদার (মজুরী ৮ হাজার ও সঞ্চয় ২ হাজার) মোট ১০ হাজার টাকা পেয়েছেন। প্রথম কর্মসূচির অধীনের ৪০ দিনের মাটি কাটার মজুরী শ্রমিকরা পায়নি। শ্রমিকরা বলেন মেম্বার গোপাল দাশ ও চেয়ারম্যান আনোয়ার হোসেন আমাদের কিছু না জানিয়েই টিপসই জাল করে আমাদের ৩ লাখ ৪৯ হাজার টাকা আত্মসাত করেছেন। এ ব্যাপারে শ্রমিকরা মেম্বার গোপাল দাশ ও চেয়ারম্যান আনোয়ার হোসেনের নিকট গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে দিন অতিবাহিত করেন। পরে শ্রমিকরা কোন সুরাহা না পেয়ে গত ১০ ডিসেম্বর মেম্বার গোপাল দাশ ও চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। অভিযোগের অনুলিপি হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com