‘ক’ এর কথামালা…
কেমন কথা কহেনতো?
ডাঃ এমএ ওয়াহাব
কর্মব্যস্ত কমলাকান্ত কর্মকার কস্মিনকালেও কেদারনাথ কাকার কোন কথায় কর্ণপাত করেন না। করবেনইবা কেন?
কারণ, কেদারনাথ কাকা কেবল কাকীমার কথাই কহেন, কানাকানিও করেন। কেমন কথা কহেনতো?
কাশিমপুরের কানা কালাচাঁন কাঁশতে কাঁশতে কহিল, কাকা কহেনতো কাকী কি কর্মক্ষম? কাজ-কম্ম করেন?
কাকা কহেন, কুলাঙ্গার কালাচাঁনটা কহে কি? ক্লান্ত কায়ায় কুঁজো কুহকিনী কাকী কেবল কাজই করেন না, কাজ-কম্ম করতে করতে ক্রন্দনও করেন। কেমন কথা কহতো?
কাশিনাথ, কাঞ্চনজঙ্ঘা, কৈলেশ্বর, কামরুক, কামাইক্ষা, কাহারুল, কোলকাতা কাকার কণ্ঠস্থ। কতকিছু! কেহ কেহ কহেন, কাকা কতইনা করিৎকর্মা।
কালো, কুৎসিত, কদাকার কাকী কদাচিত কোমল কণ্ঠে কথা কহেন। কেবল কর্কশ কণ্ঠে কাউ কাউ করেন। কাকা কহেন, কি করি কহতো?
কোকিলকণ্ঠি কমলাবতী কানে কানে কহিল, কাকীমা কালবিলম্ব করিওনা, কাজ-কম্ম করো। কাকী কহেন কেমনে করি কহতো, কাকের কা কা, কোকিলের কুহু কুহু কলতানে কর্ণদ্বয় কতইনা কাহিল। কেমন কথা কহতো?
ক্যান্সারাক্রান্ত কঙ্কালসার কাদম্বিনী কুকাইতে কুকাইতে কহিল, কা কা, কুহু কুহুতো কাক কোকিলেরই কম্ম, করুক না।
কাকা কাকী কথা কাটাকাটিতে কতটুকু কালক্ষেপণ করেছেন কেহই কখনো কর্ণপাত করেননি। করবেইবা কেন? কাকা কাকী কাল কাটিয়েছেন কেবল কুতর্ক করে। কি কারবার কহেনতো!
কাজলী কৈবত্র কহে, কাকীমা কহতো কত কষ্ট করিব। কৃষ্ণ কুমার কোনই কাজ-কম্ম করে না। কিভাবে, কেমন করে কালাতিপাত করি। কৃষ্ণ কেবল কৈলাশীর কাছে কাছেই কালক্ষেপণ করে। কৈলাশীও কৃষ্ণকে কেবল কানকথা কয়। কতলোক কতকিছু কহে, কত কানাঘুষা করে।
কেমন কথা কহেনতো?
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com