গত ১১ রবিউসসানি গাউসিয়া কমিটি বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে “পবিত্র গিয়ারভী শরীফের মাহফিল ও দাওয়াতে খায়ের ইজতিমা” শায়েস্তানগরস্থ গাউছিয়া প্রি-ক্যাডেট একাডেমী ও গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রাক্তন সংসদ সদস্য জেলা সভাপতি আলহাজ্ব চৌধুরী আব্দুল হাই অ্যাডভোকেট এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলমের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে ধর্মীয় বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণমূলক আলোচনায় অংশ নেন মাওলানা শাহ্ জালাল আহমদ আখ্ঞ্জি, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, কাজী মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা সৈয়দ আজহার আহমদ, মুফতি আশরাফুল ওয়াদুদ, মাওলানা মোঃ আমিনুল ইসলাম, কাজী মুফতি ফজলুল হক, মাওলানা নাসির উদ্দিন প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে সূরা মশ্ক দেন হাফেজ ক্বারী শাহিদুল ইসলাম। বক্তাগণ ইসলামের মৌলিক জ্ঞান আহরণের এবং ঈমান ও আমল হেফাজতের নিমিত্তে পরিচালিত দাওয়াতুল খায়ের এর উপকারিতার বিষয়ে আলোকপাত করে বলেন, দাওয়াতুল খায়ের মাহফিল হল কোরআন, হাদিস, ফিকহা চর্চার একটি অন্যতম সুযোগ। পবিত্র কোরআন মজিদে উল্লেখ রয়েছে, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। তারাই হবে প্রকৃত সফল কাম। এই মাজলিশে দরছে কোরআন, দরছে হাদিস ও নামাজ, রোজা সহ নিত্যপ্রয়োজনীয় মাসআলা সমূহ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় বিধায় এটি একটি সকলের জন্য গ্রহণযোগ্য মাজলিশ হিসাবে অদূর ভবিষ্যতে অবশ্যই প্রশংসা কুড়াবে। উ
মাহফিলে দুই শতাধিক পীরবোনও ভিন্ন অঙ্গনে দাওয়াতুল খায়ের প্রশিক্ষণে অংশ নেন। মিলাদ ও ক্বেয়াম পরিচালনা করেন ক্বারী মাওলানা আব্দুল আলীম রেজভি। শেষে দেশ-জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
হবিগঞ্জে দাওয়াতে খায়ের ইজতিমা অনুষ্ঠিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com